এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ: এডিবি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:১২ পিএম

এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ: এডিবি

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থাৎ ২০২২-২৩ অর্থবছর শেষে (২০২৩ সালের জুন শেষে) বাংলাদেশের অর্থনীতি ৬ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে।

আজ বুধবার প্রকাশিত এডিবির ডেভেলপমেন্ট আউটলুক সেপ্টেম্বর সংস্করণে এসব তথ্য দেওয়া হয়েছে। এ উপলক্ষে এডিবির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

এডিবি বলছে, অভ্যন্তরীণ ভোগব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্স আয়ের দুর্বলতায় প্রবৃদ্ধি কমতে পারে। একই সময়ে মূল্যস্ফীতির হার থাকবে ৬ দশমিক ৭ শতাংশ, যা গত বছর ছিল ৬ দশমিক ২ শতাংশ।

এডিমন গিন্টিং বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এবং জ্বালানির সংকট ও জ্বালানির উচ্চমূল্যের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। সরকারি বিনিয়োগেও ধীরগতি আসতে পারে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে রাজস্ব আয় বাড়ানোর দিকে নজর দিতে হবে।’

বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি নতুন চ্যালেঞ্জ বলে মনে করে এডিবি।

Link copied!