এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয়, বসছে ট্যারিফ কমিশন: বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২২, ০৬:৪১ পিএম

এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয়, বসছে ট্যারিফ কমিশন: বাণিজ্যমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এলক্ষ্যে শিগগিরই ট্যারিফ কমিশন বসবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কি না-সাংববাদিকদের এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, “শিগগিরই ট্যারিফ কমিশন বসবে। ওরা (তেল ব্যবসায়ী) তো একটা দাবি দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।”  

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।” 

আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে উল্লেখ করে টিপু মুনশি আরও বলেন, “এখনও যদি ধরা হয় ডিজেলে আজকের বাজারে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।”

Link copied!