এনবিআর শুল্কছাড় অব্যাহত রাখলে চিনি ও ভোজ্যতেলের দাম কমবে: টিপু মুনশি

বিশেষ প্রতিবেদক

মে ১৪, ২০২৩, ১১:৫৪ পিএম

এনবিআর শুল্কছাড় অব্যাহত রাখলে চিনি ও ভোজ্যতেলের দাম কমবে: টিপু মুনশি

বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশীয় একশ্রেণীর ব্যবসায়ীর অসৎ মনোভাবকে দায়ী করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। 

রবিবার রাজধানীর বাড্ডাতে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত এপ্রিল মাস থেকে শুল্কছাড় অব্যাহত না রাখায় ভোজ্যতেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মুল্য বৃদ্ধির কারণে নয়।

মন্ত্রী বলেন, তেলের উপর শুল্কছাড় অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, চিনির শুল্কছাড়ের মেয়াদ আগামী ৩১ মে শেষ হবে। চিনির শুল্কছাড় অব্যাহত রাখতেও চিঠি দেয়া হবে। তারা (এনবিআর) যদি শুল্ক ছাড় অব্যাহত রাখে তাহলে বাজারে তেল ও চিনির দাম কমতে পারে।

দেশে চিনির চাহিদার প্রায় ৯৯ শতাংশ আমদানি করতে হয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় চিনির দাম বেড়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন তেল, ডাল ও চিনি এসব পণ্য আমদানি নির্ভর। যেসব পণ্য আমদানি করে দেশে বিক্রি করতে হয় সেগুলোর দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে হয়। আমরা চেষ্টা করি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য ঠিক রাখার। তারপরও অনেক অসদুপায়ী ব্যবসায়ী বেশি দামে বিক্রয়ের চেষ্টা করে থাকে। আমরা এ জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দিয়ে বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকি।

Link copied!