এপ্রিলেও মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৩, ০২:২১ এএম

এপ্রিলেও মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশের বেশি

এপ্রিলে গড় মূল্যস্ফীতি মার্চের তুলনায় সামান্য কমে ৯ দশমিক ২৪ শতাংশ হয়েছে। মার্চ এ মূল্যস্ফীতির ভারিত গড় হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য বুধবার (৩ মে) নিজেদের ওয়েবসাইট এ প্রকাশ করে।

মূল্যস্ফীতির এ পরিমাণকে 'অত্যন্ত উঁচু' বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

তিনি বলেন, "প্রতিবেশী দেশ ভারতে মূল্যস্ফীতির ব্যবস্থাপনা দক্ষতার সাথে করা হয়ে থাকে। আমাদের এখানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক নজরদারি হয় না। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাও দূরূহ হয়ে পড়ছে।"

বিবিএসের তথ্য অনুযায়ী এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি আগের মাস মার্চের অবস্থান ৯ দশমিক শুন্য ৯ শতাংশ থেকে কিছুটা কমে ৮ দশমিক ৮৪ শতাংশে নেমে আসে।

খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি মার্চের মতো এপ্রিলেও ৯ দশমিক ৭২ শতাংশ ছিল।

গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। মার্চে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। এপ্রিলে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৮ শতাংশ ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৩ শতাংশ ছিল।

আর শহরাঞ্চলে গড় মূল্যস্ফীতি এপ্রিল মাসে আগের মাস মার্চ এর তুলনায় সামান্য বেড়ে ৯ দশমিক ৩৬ শতাংশ থেকে ৯ দশমিক ৬৮ শতাংশ হয়।

শহরে খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে ৯ দশমিক ১০ শতাংশ ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৬ শতাংশ ছিল।

Link copied!