ক্রেডিট কার্ডের ডলার সীমা লঙ্ঘন করায় ২৭ ব্যাংককে শোকজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৯:৫৪ পিএম

ক্রেডিট কার্ডের ডলার সীমা লঙ্ঘন করায় ২৭ ব্যাংককে শোকজ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে ডলারের টালমাটাল নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বেশকিছু নির্দেশ দিয়েছে। এসব নির্দেশ অমান্য করে দেশের ২৭টি ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারের সীমা লঙ্ঘন করেছে। ফলে ওই ২৭ ব্যাংকে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। 

রবিবার(৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা ও মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠক হয়।

ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে সর্বোচ্চ সীমা ১২ হাজার ডলার নেওয়ার বিধান থাকলেও ২৭টি ব্যাংকের ৭১ টি ক্রেডিট কার্ডে ১২ হাজার ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হয়েছে। যা ডলারের সীমা লঙ্ঘনের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী পাঁচ কার্য দিবসে ওই ২৭ ব্যাংকের কাছে ডলারের সীমা লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়া হয়েছে। ডলারের একক মূল্য ও সর্বোচ্চ মুনাফা দেড় টাকা কার্যকর করার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করলে মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিলে সুপারিশ করবে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন।

ডলারের বাজার অস্থির অবস্থার মধ্যে যেসব মানি এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করেছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক ২৩৫টি মানি এক্সচেঞ্জকে লাইসেন্স দিয়েছে। বর্তমানে প্রায় ৭শ’র কাছাকাছি মানি এক্সচেঞ্জার ব্যবসা করছে।

Link copied!