চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১ হাজার ২৫৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০২:৫১ এএম

চলতি মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১১ হাজার ২৫৪ কোটি টাকা

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা।

রবিবার(১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এর পরিমাণ ৮৫ কোটি ৮৩ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ২১ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৮ হাজার ১০ লাখ মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, হুন্ডি ও অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, প্রবাসী আয়ে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা, প্রবাসী আয় পাঠাতে ফি প্রত্যাহার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর মতো উদ্যোগ নেওয়ার পর ডিসেম্বর মাস থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বেড়ে নগেছে। এরই ধারাবাহিকতায় চলতি ফেব্রুয়ারি মাসেও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর ইতিবাচক ধারা অব্যাহত থাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠানো ঠেকাতে আর্থিক গোয়েন্দা সংস্থার (বিএফআইইউ) বিভিন্ন উদ্যোগের মধ্যে বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় বেড়ে প্রায় ১৯৬ কোটি ডলার আসে। আগামী মাসগুলোতে আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।  

Link copied!