জুলাই ৩, ২০২৩, ০৮:১৩ পিএম
জুন মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় বেড়েছে।
সোমবার (৩ জুলাই) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ হয়েছে। মে মাসে এ হার ছিলো ৯ দশমিক ২৪ শতাংশ। আর এপ্রিলে ছিলো ৮ দশমিক ৮৪ শতাংশ।
তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় গত মে মাসের তুলনায় জুন মাসে ভোক্তা মূল্যসুচক ২০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
এ মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬০ শতাংশ হয়েছে। মে মাসে ছিলো ৯ দশমিক ৯৬ শতাংশ। আর এপ্রিলে ছিলো ৯ দশমিক ৭২ শতাংশ।
গত মে মাসে মূল্যস্ফীতি এক দশকের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছিল।