এবিবি ও বাফেদা‍‍`র সিদ্ধান্ত

ডলারের দাম আবারও বাড়ানো হলো

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ৩১, ২০২৩, ০৭:৫৮ পিএম

ডলারের দাম আবারও বাড়ানো হলো

রপ্তানী ও প্রবাসী আয়ে ডলারের বিনিময় হার বাড়িয়েছে ব্যাংকগুলো। এখন প্রতি ডলারের বিনিময়ে রপ্তানী আয়ে ১ টাকা ও প্রবাসী আয়ে ০.৫০ টাকা বেশী পাওয়া যাবে। বৃহস্পতিবার (১ জুন) থেকে বর্ধিত এ নতুন রেট কার্যকর হবে।

রফতানিকারকরা প্রত্যাবাসিত আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে ১০৭ টাকা পাবেন। আগে এর পরিমান ছিলো ১০৬ টাকা। আর প্রবাসী আয়ে ডলারের দাম হবে ১০৮ টাকা ৫০ পয়সা। প্রতি ডলারে আগে পেতো ১০৮ টাকা।

বুধবার (৩১ মে) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক বৈঠকে ডলারের দামবৃদ্ধির এ সিদ্ধান্ত নেন।

এবিষয়ে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন একটি অনলাইনকে বলেন, রেমিট্যান্সের ডলারে ৫০ পয়সা দাম বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এছাড়া রফতানি আয়ে ১ টাকা দাম বাড়িয়ে ১০৭ টাকা করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

Link copied!