দেশে আরও বেড়েছে মাথাপিছু আয়

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৮:১১ পিএম

দেশে আরও বেড়েছে মাথাপিছু আয়

করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের বিভিন্ন দেশে যখন অর্থনৈতিক মন্দা অবস্থা চলছে তখন বাংলাদেশে মাথাপিছ ‍আয় আরও বেড়ে গেছে। বর্তমানে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলারে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমে এ তথ্য জানান।

এর আগে, সকাল ১০টার দিকে একনেকের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভববন গণভবন থেকে ওই বৈঠকে ভার্চ্যূয়ালি যুক্ত হন।

এবারের একনেকের সভায় ১০টি নতুন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলেও পরিকল্পনামন্ত্রী জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে গত ৪ নভেম্বর দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে য়ায়। ওইসময় দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৫৪ ডলার।

মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার জন্য সম্প্রতি নতুন ভিত্তিবছর চূড়ান্ত করেছে। ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরে এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এতদিন ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে এসব গণনা করা হতো।

বিবিএস সূত্রে জানা গেছে, নতুন ভিত্তি বছরের হিসাবে ২০২০-২০২১ অর্থ-বছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার।আর বর্তমানে বেড়ে হয়েছে ২ হাজার ৫৯১ ডলার। এই হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ৩৭ ডলার।

Link copied!