দেশে একমাত্র রাজনীতিবিদ অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১, ২০২৩, ০৯:৫০ পিএম

দেশে একমাত্র রাজনীতিবিদ অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন

স্বাধীনতার পর বিগত ৫২ বছরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মোট ১৪ জন অর্থমন্ত্রীর (সামরিক বা অর্থ উপদেষ্টাসহ) মধ্যে একমাত্র তাজউদ্দিন আহমেদই অনন্য ছিলেন যিনি পূর্ণাঙ্গ রাজনীতিবিদ।

স্বাধীনতা-পরবর্তী সময়ে মোট ১৪ জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সংসদে বাজেট উপস্থাপন করেছেন, তারা ছিলেন হয় অবসরপ্রাপ্ত আমলা, সেনা কর্মকর্তা অথবা অর্থনীতিবিদ বা ব্যবসায়ী। এরা কেউই পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন না।

সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন। তার প্রথম উপস্থাপিত বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। তার মাধ্যমে শুরু হওয়া বাজেটের আকার এখন সাড়ে ৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল ২০১৯ সালের ১৩ জুন তার প্রথম বাজেট (২০১৯-২০ অর্থবছর) উপস্থাপন করেন।

এবছর তার পঞ্চম বাজেট।

Link copied!