নভেম্বর থেকে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৩, ২০২১, ০২:৪২ পিএম

নভেম্বর থেকে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালু

আগামী নভেম্বর থেকে বাংলাদেশ ও মিশরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ আগস্ট মিশর এয়ার ও অলো (এএলও) ঢাকা এভিয়েশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ি নভেম্বর  মাস থেকে প্রতি সপ্তাহে কায়রো-ঢাকা-কায়রো রুটে দুটি ফ্লাইট চলবে বলে জানা গেছে।

মিশরে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সোমবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে মোহামেদ ওয়েল ইদিমারদেশ ও আলো (এএলও) ঢাকা এভিয়েশনের পক্ষ থেকে সৈয়দ আলী সামি চুক্তিতে সই করেছেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট জানায়, আসছে নভেম্বর মাসে প্রতি সপ্তাহে ঢাকা-কায়রো রুটে দুটি ফ্লাইট চলবে।

এতে আরও বলা হয়, যদিও ইজিপ্ট এয়ার তার সক্ষমতার ৬০ ভাগ ফ্লাইট পরিচালনা করছে, তারপরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পর্যটন খাতকে শক্তিশালী করতে তারা কায়রো-ঢাকা-কায়রো রুটে  সরাসরি ফ্লাইট চালু করতে রাজি হয়েছে। দুবাই ও ইস্তাম্বুলের বিকল্প হিসেবে এই রুট চালু হলে ইউরোপ ও আমেরিকায় যাওয়া বাংলাদেশি যাত্রী ও কার্গোর খরচকমবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবেুক পোস্টে আরও বলা হয়, ঢাকা ও কায়রো সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশের প্রবাসী ও ব্যবসায়ীরা এতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!