বাংলাদেশী পোশাক নিয়ে ব্যাঙ্গ: নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:৫৪ এএম

বাংলাদেশী পোশাক নিয়ে ব্যাঙ্গ: নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলাদেশে তৈরী পোশাক সম্পর্কে বাজে মন্তব্য করা হয়েছে অনলাইন সম্প্রচার মাধ্যম নেটফ্লিক্সে প্রচারিত ফরাসি চলচ্চিত্র ‘দ্য লাস্ট মার্সেনারি’তে। এই চলচ্চিত্রটি প্রত্যাহার করতে দাবী করেছে দেশের তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। তারা এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মার্কিন দূতাবাসসহ দেশের কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি জমা দিয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর বিটিআরসিকে পত্রের মাধ্যমে নির্দেশ দেয়, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে আপত্তিকর মন্তব্যটি সরাতে এবং না সরানো হলে বাংলাদেশে নেটফলিক্সে উল্লিখিত চলচ্চিত্রটি প্রচার বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য।’

একই সাথে উক্ত মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠির মাধ্যমে, ‘বাংলাদেশ হাইকমিশন/দূতাবাসের মাধ্যমে আলোচ্য চলচ্চিত্র থেকে আপত্তিকর মন্তব্য সরাতে এবং না সরালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে’।

বিজিএমইএ সভাপতি আশা ব্যক্ত করে বলেন, আমরা আশা করি এ পদক্ষেপ অনতিবিলম্বে বাস্তবায়ন করা হবে। তিনি আরো জানান, দেশের পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানের পৌঁছানোর পেছনে সংবাদমাধ্যমের অবদান স্বীকার করে বলেন, ‘এ শিল্পের পাশে সাংবাদিকরা সব সময় থাকবেন’।

Link copied!