পবিত্র ঈদুল ফিতর ও শ্রমিক দিবসসহ সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৭ দিন সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ মে) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উভয় দেশের আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে গত ৩০ এপ্রিল থেকে ৫ মে ও সাপ্তাহিক ছুটি শুক্রবার(৬ মে) বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়ে গেছে।
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় ১০ একর জায়গার উপর স্থলবন্দরটি অবস্থিত। ১৯৯৭ সালের ১লা সেপ্টেম্বর স্থল বন্দরটি প্রথম খুলে দেওয়া হয়। নেপালের সাথে বাংলাদেশের এক বাণিজ্য চুক্তির আওতায় পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে বন্দরটি প্রথম যাত্রা শুরু করে।