বাংলার সমৃদ্ধির জন্য ১৯২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০৯:৪৯ পিএম

বাংলার সমৃদ্ধির জন্য ১৯২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির জন্য বিমা কোম্পানির কাছে ২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), যা ১৯২ কোটি টাকার কাছাকাছি। ইউক্রেন যুদ্ধে এটাই প্রথম বড় ধরনের সামুদ্রিক বিমার ক্ষতিপূরণ দাবি।

রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর কৃষ্ণ ও আজভ সাগরের ইউক্রেন সীমানায় মোট পাঁচটি জাহাজে মিসাইল হামলা হয়েছে। তার মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান।

রয়টার্স জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের সমুদ্রসীমায় পণ্যবাহী জাহাজের জন্য বিমার প্রিমিয়াম ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিমা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য গভীর পর্যবেক্ষণে আছে, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে এই খরচ আরও বাড়িয়ে দেবে।

বিএসসি জাহাজটির ক্ষতিপূরণ পেতে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সংস্থাটির একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

Link copied!