বাজেট: দরিদ্রদের ছয় জটিল রোগের চিকিৎসায় বরাদ্দ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২১, ১২:১৪ এএম

বাজেট: দরিদ্রদের ছয় জটিল রোগের চিকিৎসায় বরাদ্দ বাড়ছে

ছয় জটিল রোগের চিকিৎসায় সহায়তা করার লক্ষ্যে আগামী বাজেটে আর্থিক বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় দরিদ্র মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে এই সহায়তা পাবেন। এর আগে চারটি জটিল রোগে দরিদ্ররা চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা পেত।

যে যে রোগে সহায়তা দেয়া হবে

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো ছয় জটিল রোগের চিকিৎসা সহজ করতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। চলতি বাজেটে এককালীন চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেয়া হলেও তা আরও বৃদ্ধি করে ৭৫ হাজার টাকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া এই সুবিধার আওতায় যেন আরও লোক আসতে পারে সেই পরিকল্পনাও নেয়া হয়েছে।

অধিক চিকিৎসা ব্যয়ে এই পরিকল্পনা

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, আগামী বাজেটেও সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে করোনা চিকিৎসায় এবং এরপরই মরনাপন্ন ছয় জটিল রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

দেশে ক্যান্সার, কিডনি এবং লিভার রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। কিন্তু এসব রোগের চিকিৎসা ব্যয় বেশি। এর ফলে দরিদ্র মানুষ সবচেয়ে বেশি বেকায়দায় পড়ছে। বর্তমানে এককালীন ৫০ হাজার টাকা দেয়া হলেও এটা যথেষ্ট নয়। এসব দিক বিবেচনায় নিয়ে জটিল এসব রোগের চিকিৎসায় আর্থিক বরাদ্দ বাড়ানো হবে।

স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাচ্ছে

আগামী বাজেটে তৃতীয় অগ্রাধিকারে থাকছে স্বাস্থ্য খাত। এ খাতে অতিরিক্ত বরাদ্দ, প্রণোদনা এবং ক্ষতি পূরণের অর্থ সংস্থানে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। চলতি বাজেটে ২২ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে স্বাস্থ্য খাতে। আসন্ন বাজেটে এ বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে। এরই মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে অস্বাভাবিক ব্যয় বেড়েছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটা ও টিকা আমদানি করতে হচ্ছে।

সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে

রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচী বাস্তবায়নে একটি নীতিমালা করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’-এর মাধ্যমে দুস্থ ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ইতোপূর্বে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস এই চারটি রোগে আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকা হারে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জটিল এসব রোগের চিকিৎসায় ৫০ হাজার টাকায় চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়ছে। এছাড়া সারাদেশে অসংখ্য দুস্থ ও অসহায় মানুষ এই সুবিধার বাইরে থাকছেন। এ কারণে বেশি সংখ্যক মানুষকে এই সুবিধার আওতায় আনতে আগামী বাজেটে আর্থিক বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আবেদন করে আর্থিক সহায়তা

আর্থিক সহায়তা গ্রহণে আগ্রহী আবেদনকারীগণ নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাগজপত্রের কপি সংযুক্ত করে পরিপূর্ণ আবেদন সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয়ে জমা দিতে পারবেন। আগামী বাজেটে এই সহায়তা বাড়ানো হবে বলে জানা গেছে।

Link copied!