বাস ভাড়া বাড়া না-বাড়া বিষয়ে সিদ্ধান্ত রাতে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৪, ২০২১, ০৩:৫০ পিএম

বাস ভাড়া বাড়া না-বাড়া বিষয়ে সিদ্ধান্ত রাতে

সরকার ডিজেলের দাম বাড়িরেয় দেওয়ার ফলে পরিবহন মালিকরা বাসভাড়া বাড়ানোর দাবিতে সোচ্ছার হয়েছেন। ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোয় সড়ক পরিবহনে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন তারা। বাস ভাড়া না বাড়ানো হলে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হতে পারে বলে তারা ইতোমধ্যে জানিয়েছেন ।

পরিবহন মালিকদের দাবির মুখে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও বিকেলে বৈঠকে বসছে বলে জানা গেছে।

এদিকে, পরিবহন মালিকদের পাশপাশি ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকরাও ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় ধর্মঘটের ডাক দিয়েছেন । তাদের দাবি, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শুক্রবার (৫ নভেম্বর) থেকে পণ্য পরিবহন বন্ধ রাখবে ট্রাক-কাভার্ড ভ্যানের মালিক-শ্রমিকেরা।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আমরা এখনো কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেইনি। তবে পরিবহন মালিকরা গাড়ি চালাতে চাইছেন না।

খন্দকার এনায়েত উল্লাহ আরও বলেন, ‘ভাড়া বাড়ানোর জন্য আমরা বিআরটিএ চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে বলেছি, জরুরিভিত্তিতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়াতে হবে। কারণ ডিজেলের দাম বাড়ায় মালিকরা পরিবহন চালাতে গিয়ে ভর্তুকির শিকার হবে। তারা ভর্তুকি দিতে রাজি না।’

প্রসঙ্গত, গতকাল বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। ফলে বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা দিয়ে কিনতে হবে।

বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিভিন্ন গ্রেডের জ্বালানি পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি ছিল অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম।"

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আরও বলেছে, বর্তমান ক্রয় মূল্য বিবেচনা করে ডিজেলে লিটার প্রতি ১৩.০১ টাকা এবং ফার্নেস অয়েলে লিটার প্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে বিপিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। লিটার প্রতি এক লাফে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। সে হিসাবে দাম এক লাফে বাড়ল ২৩ শতাংশ। নতুন দাম ইতোমধ্যে কার্যকর হয়েছে।

Link copied!