বিশ্ববাজারে তেলের দাম আরও নিম্নমুখী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ১০:২২ এএম

বিশ্ববাজারে তেলের দাম আরও নিম্নমুখী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। গত কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন হয়েছে। সারা বিশ্বের মধ্যে  সবচাইতে বড় তেল আমদানিকারক দেশ চীনের চাহিদা কমে যাওয়ার খবর প্রকাশিত হওয়ায় এবং বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক কোম্পানি সৌদি অ্যারামকো তেলের উৎপাদন বাড়াতে প্রস্তুত থাকার ঘোষণা দেওয়ায় দাম কমছে তেলের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ৯৭ দশমিক ০১ ডলার। এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ১ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর প্রতি ব্যারেল এখন ৯১ দশমিক ০৩ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৬ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমেছে। শুক্রবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৪ শতাংশ।

চীন সরকারের প্রকাশিত হিসাব অনুযায়ী,  গত জুলাইয়ে চীনের অর্থনীতির গতি অপ্রত্যাশিতভাবে কমেছিল। দেশটিতে দৈনিক পরিশোধিত তেল উৎপাদন কমে হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ব্যারেল। ২০২০ সালের মার্চ মাসের পর চীনের অর্থনীতির গতি ও পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন এতটা কমেনি।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি অ্যারামকো’র প্রধান নির্বাহী আমিন নাসের গত রবিবার সংবাদ সম্মেলনে বলেন, সৌদি সরকার অনুরোধ করলে প্রতিদিন সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করতে তারা  প্রস্তুত রয়েছে।

Link copied!