ভারত থেকে ব্যবসা গুটাচ্ছে ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২১, ০৮:২২ পিএম

ভারত থেকে ব্যবসা গুটাচ্ছে ফোর্ড

আর্থিক লোকসানের কারণে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। প্রতিষ্ঠানটি ভারতের চেন্নাই ও গুজরাটে তাদের কারখানা বন্ধ করে দিচ্ছে। তবে কারখানা বন্ধ হলেও ভারতে রফতানি থাকবে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ফোর্ড এক বিবৃতিতে এসব জানিয়েছে।

২৫ বছর আগে ভারতে ব্যবসা আরম্ভ করলেও তেমন জনপ্রিয় হতে পারেনি ফোর্ড। দেশটির গাড়ির বাজারে তাদের অংশীদারিত্ব মাত্র ২ শতাংশ। ফলে টানা লোকসান গুনছিল প্রতিষ্ঠানটি। সে কারণেই গুজরাট ও চেন্নাইয়ের কারখানা দুইটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।  

ফোর্ডের বিবৃতি থেকে জানা গেছে, বিগত ১০ বছরে ভারতে ব্যবসা করতে গিয়ে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান গুনতে হয়েছে তাদের। ভারতের বাজারে ফোর্ডের নতুন গাড়ির চাহিদাও তেমন নেই।

২০২১ সালের শেষের মধ্যে গুজরাটের কারখানা এবং ২০২২ সালের মাঝামাঝির মধ্যে চেন্নাইয়ে গাড়ির ইঞ্জিন তৈরির কারখানার বন্ধ করবে তারা। এদিকে কারখানা বন্ধ করলেও ক্রেতাদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখা হবে জানিয়ে ফোর্ড ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ মেহরোত্রা বলেন, ‘ভারতে আমাদের বিশ্বস্ত ক্রেতা, ডিলার ও সহযোগীদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে’।

এর আগে, মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা জেনারেল মোটরস ও হারলে ডেভিডসন ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছিল।

 

Link copied!