মে (২০২৩) বিবিএস

মূল্যস্ফীতি ১০ শতাংশ ছুই ছুই করছে

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৫, ২০২৩, ০৭:৫১ পিএম

মূল্যস্ফীতি ১০ শতাংশ ছুই ছুই করছে

গত মে (২০২৩) মাসে দেশে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতির গড় হার ছিলো ৯ দশমিক ২৪ শতাংশ আর খাদ্য বহির্ভূত পন্যসামগ্রীর মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৯৬ শতাংশ।

সোমবার (৫ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। আগের বছর অর্থাৎ ২০২২ সালের মে মাসে গড় মূল্যস্ফীতি ছিলো ৭ দশমিক ৪২ শতাংশ।

মূল্যস্ফীতির সর্বশেষ এ হার গত এক যুগ সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ।

বিবিএস এর তথ্য অনুযায়ী মে (২০২৩) মাসে শহরে গড় মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৯৭ শতাংশ আর গ্রামাঞ্চলে ৯ দশমিক ৮৭ শতাংশ।

নিত্যপন্য যেমন ডাল, চিনি, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে বিবিএস জানিয়েছে।

এ ছাড়া আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বাড়তি হওয়ায় খাদ্য বহির্ভূত পন্য মূল্যস্ফীতি বেড়েছে।

Link copied!