রমজানে একসঙ্গে এক মাসের বাজার করবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২২, ০৩:০৪ এএম

রমজানে একসঙ্গে এক মাসের বাজার করবেন না: বাণিজ্যমন্ত্রী

রমজানে দেশবাসীকে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য কিনতে নিষেধ করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, 'রমজানে হুড়াহুড়ি করার কিছু নেই। যতটুকু প্রয়োজন, সেই পরিমাণ কেনাই ভালো। একসাথে এক মাসেরটাও কেনার দরকার নাই। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না।'

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

এসময় টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‌'এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুই বার এক কোটি মানুষকে পণ্য দিব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। আদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, সেখানে এক ভাগও অভিযোগ নেই। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নিবো।'

সরকারের কঠোর নির্দেশনার পরও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বাজার মনিটরিং ঠিকমতো না হওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌'তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা যে মূল্য বেধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরো বাড়ানো হবে।'

Link copied!