রুপিতে লেনদেন চালুর পরই আসছে ‘টাকা-রুপি কার্ড’

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৩, ০৭:৪৮ পিএম

রুপিতে লেনদেন চালুর পরই আসছে ‘টাকা-রুপি কার্ড’

নতুন কার্ডে পর্যটকদের দুই বার মুদ্রা পরিবর্তনের কারণে যে লোকসান হয় সেটি কমে যাবে।

বাংলাদেশ ও ভারতের লেনদেন আজ মঙ্গলবারই চালু হয়েছে রুপিতে লেনদেন। আসছে সেপ্টেম্বরেই চালু হতে যাচ্ছে ‘টাকা-রুপি কার্ড।’ বর্তমানে পর্যটকরা ভারতে যাওয়ার আগে ডলার কিনতে বাধ্য হন। ভারতে যাওয়ার পর তারা সেই ডলার রুপিতে রূপান্তর করে ব্যবহার করেন।

এমন পরিপ্রেক্ষিতে দেশে ও প্রতিবেশী ভারতে বিল পরিশোধের জন্য আগামী সেপ্টেম্বরে ‍‍`টাকা-রুপি কার্ড‍‍` চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আজ রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন পণ্য আমদানিতে রুপি ব্যবহারের ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ তথ্য জানান।

গভর্নর আরও বলেন, আমরা আমাদের এই জাতীয় কার্ড চালুর প্রক্রিয়ায় আছি।

প্রসঙ্গত, বর্তমানে পর্যটকরা ভারতে যাওয়ার আগে ডলার কিনতে বাধ্য হন। ভারতে যাওয়ার পর তারা সেই ডলার রুপিতে রূপান্তর করে খরচ করেন। নতুন কার্ড চালু হলে পর্যটকদের দুই বার মুদ্রা পরিবর্তনের কারণে যে লোকসান হয় সেটি কমে যাবে।

Link copied!