শত টাকায়ও মিলছে না ডলার

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২২, ১২:৪৯ এএম

শত টাকায়ও মিলছে না ডলার

দেশে খোলা মুদ্রাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দাম প্রথমবারের মতো ১০০ টাকা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে কথা বলে জানা গেছে, ডলারের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় এবং সরবরাহে সংকট হওয়ায় এভাবে বাড়ছে ডলারের দাম। গতকাল সোমবারও ৯৭-৯৮ টাকা দরে ডলার কেনাবেচা হচ্ছিল। 

[youtube-video]https://www.youtube.com/watch?v=SjDR3nf22L0[/youtube-video]
 

রাজধানীর অন্যতম বড় একটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ সকাল থেকে আমরা ১০২ টাকা দরে ডলার কিনছি এবং ১০৩.৫৯ টাকা দরে বিক্রি করছি।

গত ১২ মে পর্যন্ত ডলারের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক ৫.১১ বিলিয়ন ডলার বিক্রি করেছে। তবে আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রায় ১৭% কমে যাওয়া এবং উচ্চ আমদানি প্রবৃদ্ধির কারণে ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে।

Link copied!