সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২১, ০৪:৩৫ পিএম

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

করোনাভাইরাসের অতিমাত্রায় সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার প্রথমদিনে চলাচলের জন্য অনুমতি পেয়েছে মাত্র একটি জাহাজ।

মঙ্গলবার(১৬ নভেম্বর) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন নামে একটি পর্যটকবাহী জাহাজ। কক্সবাজারে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত (এডিএম) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনশতাধিক পর্যটক নিয়ে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন নামে একটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। জাহাজটি ফের টেকনাফে সফলভাবে ফিরে আসলে পর্যায়ক্রমে আরও পাঁচটি জাহাজ চলাচল করবে। বৃহস্পতিবার থেকে কেয়ারি সিন্দাবাদ নামে আরেকটি পর্যটকবাহী জাহাজ এই রুটে চলাচল করবে বলেও তিনি জানান।

কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি। দ্বীপে ভ্রমণকারীদের টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু করছে। যদিও এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ  (বিআইডব্লিউটিএ) ও নৌ-পরিবহন দপ্তরের ছাড়পত্র পায়।

করোনাভাইরাসের অতিমাত্রার সংক্রমণের কারণে গত বছরের ৩১ মার্চ সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরমধ্যে ঘূর্ণিঝড়ে ভেঙে যায় দ্বীপের একমা জেটিও। তবে জেটি মেরামতের পরই জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়। প্রতিবছর অক্টোবরে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলেও এবার নানাকারণে তা পিছিয়ে যায়।

Link copied!