বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ২০৫ টাকা করতে চায় ব্যবসায়ীরা।
এ বিষয়ক একটি প্রস্তাব ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন গত রবিবার (৩০ এপ্রিল) বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষের কাছে জমা দিয়েছে।
বাণিজ্য সচিব সংবাদমাধ্যম কে বলেছেন, একটি প্রস্তাব এসেছে। ট্যারিফ কমিশন মালিকদের সঙ্গে আলোচনা করে দাম ঠিক করবে।
বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম বর্তমানে ১৯০ টাকা। গত নভেম্বরে দাম বাড়ানোর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।