১১ কোটি টাকা আত্মসাৎ : ওয়ান ব্যাংকের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৯:০২ পিএম

১১ কোটি টাকা আত্মসাৎ : ওয়ান ব্যাংকের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রায় সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ওয়ান ব্যাংকের গুলশান-১ শাখার দুই কর্মকর্তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এরা হলেন, ওয়ান ব্যাংকের গুলশান-১ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ এমরান হোসেন (৩৮) ও একই শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিল (৪৭)।

দুদক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত রবিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। যা সোমবার আদালত সূত্রে জানা গেছে। দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এই দুজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারির জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ৬০ দিনের জন্য তাদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেন।

গত ১৫ ডিসেম্বর এই দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। অপর আসামি হলেন, ওয়ান ব্যাংক গুলশনা-১ শাখার ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম। মামলা সূত্রে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অন্যের সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ১১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৯২০ টাকা ব্যাংক হিসাব থেকে সরিয়ে আত্মাসাৎ করেছেন। পাশাপাশি আয়ের উৎস গোপন করে তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে।

Link copied!