প্রতি লিটারে ১৪ টাকা কমে সয়াবিন তেলের মূল্য নির্ধারিত হয়েছে ১৭৮ টাকা। এই মূল্য কার্যকর হবে আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে।
সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা কমিয়ে নতুন দামে বিক্রি হবে মঙ্গলবার থেকে। এখন থেকে ১৯২ টাকা থেকে মূল্য কমে ১৭৮ টাকায় মিলবে বোতলজাত এক লিটার সয়াবিন।
তবে পাম তেলের মূল্য থাকছে অপরিবর্তিত।