৬৮ বার পিছিয়ে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২২, ১২:১৮ পিএম

৬৮ বার পিছিয়ে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ১ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

১৬ নভেম্বর মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত মোট ৬৮ বার সময় নেওয়া হয়েছে।

চুরি হওয়া রিজার্ভের অন্তত ৮১ মিলিয়ন ডলার ম্যানিলা-ভিত্তিক আরসিবিসি'র অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে ফিলিপাইনের ক্যাসিনোগুলোতে সেগুলো ব্যয় করা হয়।

ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

Link copied!