‘কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ১৯ লাখ পশু’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২১, ০৩:৪৪ পিএম

‘কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ১৯ লাখ পশু’

আসছে ঈদ উল আযহা উপলক্ষে ১ কোটি ১৯ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল পশুর হাট জনসমাগম থেকে নিজেদেরকে দূর রাখা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

রবিবার (৪ জুলাই) ডিএনসিসির ডিজিটাল পশুহাটের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ‘এবার আমাদের কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে। তাই এবার যেন চোরাই পথে বা অন্য কোন পথে একটা পশুও যেন দেশের ভেতর প্রবেশ করতে না পারে সেব্যাপারে আমরা তৎপর রয়েছি। ইতোমধ্যে নির্দেশনাও দিয়েছি। আমরা প্রতিনিয়ত বর্ডারে খোঁজ খবর রাখছি।

মন্ত্রী আরো বলেন, গত দুইটি কোরবানির ঈদে দেশের বাইরে থেকে কোন পশু আসতে দেইনি। তাতে কিন্তু আমাদের পশুর অভাব হয়নি। এবছরও পর্যাপ্ত গবাদি পশু রয়েছে। আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছে, অনেক বিনিয়োগ করেছে। তাদের পশু বিক্রি হবে না বাইরে থেকে আসবে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা চাই এই সেক্টরকে আরো বেশি এগিয়ে নিতে।

ডেইরি অ্যাসোসিয়েশনের নেতাদের একত্রে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে দেশটা অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশে যেভাবে উৎপাদন করা সম্ভব পশু মাছ মাংসা দুধ ডিম এটা পৃথিবীর অনেক দেশেই সম্ভব না। আমরা বিদেশে রপ্তানি শুরু করেছি। করোনার ভয়াবহতার কারণে সেভাবে পারছি না।’

ডিএনসিসির ডিজিটাল পশুর হাটকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, আমি এই উদ্যোগকে স্বাগতম জানাই। কারন এই উদ্যোগ কাজে লাগিয়ে জনসমাগম থেকে নিজেদেরকে দূর রাখা সম্ভব হবে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল এই সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংযুক্ত ছিলেন।

Link copied!