সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ক্যারিয়ার ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৩, ০৬:২২ পিএম

সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) গেজেট প্রকাশ করা হয়েছে। 

শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে ৯৭ জনকে নিয়োগে মঙ্গলবার (১৪ নভেম্বর ) প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাদের নামের পাশে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরি করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ৩০ এপ্রিল সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে সহকারী জজ পদে নিয়োগ দেয়া হয়। 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ সালের বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুন্ন রেখে শর্তসাপেক্ষে এই নিয়োগ হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়। তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন-বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।

কোনো প্রার্থী যদি নির্ধারিত তারিখের মধ্যে চাকরিতে যোগদান না করেন, তাহলে তাঁর নিয়োগ বাতিল হবে। নিয়োগপত্র অনুসারে, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন।

চাকরিতে যোগদানের সময় যোগদানপত্রের সাথে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে যে নিজের বা পরিবারের সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না বা দেবেন না।

পঞ্চদশ বিজেএসের মাধ্যমে সহকারী জজ নিয়োগের জন্য গত বছরের ১২ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী জজ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত ২৪ জানুয়ারি। এতে ১০৩ প্রার্থীকে সহকারী জজ পদে সাময়িকভাবে সুপারিশ করা হয়। এর মধ্যে ৯৭ জনের নামে গতকাল নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখা যাবে  লিংকে।
 

Link copied!