বিসিএস শিক্ষায় বড় ধরনের পদোন্নতি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ১২:৪৪ এএম

বিসিএস শিক্ষায় বড় ধরনের পদোন্নতি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পর্যায়ে একসঙ্গে ১ হাজার ৪৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে।

একইসঙ্গে শিক্ষা ছুটি বা প্রেষণে থাকা ১৭ জন প্রভাষককে পদোন্নতির সিদ্ধান্ত হলেও পদোন্নতি আদেশ জারি হবে ছুটি শেষে যোগ দেওয়ার পর।

বুধবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ১ হাজার ৪৭৯ জন কর্মকর্তার পদোন্নতির আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এই যোগদান প্রক্রিয়া সরাসরি বা অনলাইনে সম্পন্ন করা হবে।

Link copied!