রবিবার থেকে জাবিতে ফের সশরীরে ক্লাস বন্ধ হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ০৫:০৭ পিএম

রবিবার থেকে জাবিতে ফের সশরীরে ক্লাস বন্ধ হচ্ছে

দেশে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রাশসনিক সকল কার্যক্রম চালু থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রহিমা কানিজ বলেন, “আগামী রোববার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে, এ সময় দাপ্তরিক সব কার্যক্রম চালু থাকবে।”

তিনি আরও বলেন, “স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যহত থাকবে। প্রয়োজনে একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া হবে৷”

এছাড়া, আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশনের ব্যবস্থা রাখার কথাও ভাবা হচ্ছে। আপাতত, প্রতি হলে কমপক্ষে ৪ জন শিক্ষার্থীর জন্য আইসোলেশানের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি উত্থাপিত হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর জাবির হলগুলো খুলে দেওয়া হয় এবং ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হয়।

Link copied!