আত্মঘাতী ঢাবির শিক্ষার্থীরা, পর্যাপ্ত নয় মনোচিকিৎসা

তাজফিহা উখরোজ তুবা

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৫১ পিএম

আত্মঘাতী ঢাবির শিক্ষার্থীরা, পর্যাপ্ত নয় মনোচিকিৎসা

প্রতীকী ছবি

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া গৌরবের এক বিদ্যাপীঠ। এক বুক আশা নিয়ে প্রতিবছর এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন হাজারো তরুণ-তরুণী। ছয়শো একরের বিশাল ক্যাম্পাস যেন তাদের বুকভরা স্বপ্নেরই প্রতিচ্ছবি। কিন্তু ঢাবিতে পড়তে আসা এই স্বপ্নাতুর ছেলে-মেয়েদের অনেকেই ক্যাম্পাসে এসে নানা আর্থ-সামাজিক কারণে ভোগেন বিষন্নতায়। এই বিষন্নতা অনেককে করে তোলে হতাশ, যে হতাশা শেষ পর্যন্ত তাদেরকে করে তোলে আত্মঘাতী। এসব খবর প্রায়শঃ আসে পত্রিকার পাতায়।

শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করেন, তাদের পড়ালেখা নিয়েই শুধু কথাবার্তা হয়, তাদের মানসিক নানা চাপ নিয়ে কখনো সেভাবে আলোচনা হয় না। যে কারণে তাদের মানসিক চিকিৎসারও সেভাবে ব্যবস্থা হয় না এখানে।
এই শিক্ষার্থীদের দরকার যথাযথ কাউন্সেলিং এবং মনো চিকিৎসা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসব সুযোগ সুবিধা নেই বললেই চলে। উপরন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই ব্যয়বহুল এই চিকিৎসা নিতে অনিচ্ছুক। ফলে দিনকে দিন শিক্ষার্থীদের মানসিক সমস্যা প্রকট হচ্ছে।

গত বুধবার রাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী কাজী ফিরোজ আত্মহত্যা করেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র ছিলেন। তার বন্ধুরা জানান, ওই আত্মহত্যার মূল কারণ প্রেমঘটিত বিষন্নতা। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ালেখার খোঁজ রাখলেও শিক্ষার্থীদের মনের খোঁজ রাখে না। তাদের বিষন্নতা কাটিয়ে উঠার বিষয়েও কোনভাবে সাহায্য করে না। 
কাউন্সিলিং ব্যবস্থা আছে মাত্র একটি!

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নিয়মিত শিক্ষার্থীসহ সান্ধ্যকালীন কোর্সগুলোসহ প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এ দিকে সদ্য সাবেক অনেক শিক্ষার্থী ছেলেদের হলে অবস্থান করছেন। কিন্তু ছেলেদের হলগুলোতে কোন ধরনের কাউন্সিলিংয়ের সেবা নেই। এর বিপরীতে মেয়েদের আবাসিক হলের সবকটিতেই মনোবিদ রয়েছেন।

টিএসসি কাউন্সিলিং সেন্টারে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন প্রায় ৩০ জন খণ্ডকালীন কাউন্সিলর। আছেন একজন ফুলটাইম কাউন্সিলর, সাইফুন্নেসা জামান। এখানে প্রতিদিন প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থী সেবা নিয়ে থাকেন বলে জানান তিনি। সম্প্রতি সেন্টারটিতে চালু হয়েছে সান্ধ্যকালীন কাউন্সেলিং সার্ভিস। যা প্রতি বুধ, বৃহস্পতি এবং শনিবার বিকাল ৪টা থেকে ৮টায় পরিচালিত হয়।

টিএসসি কাউন্সিলিং সেন্টারের পরিচালক মেহজাবীন হক জানান, কাউন্সিলিং এর বিভিন্ন প্রথা-পদ্ধতি ব্যবহার করে এখানে কাউন্সিলিং করা হয় এবং কোন ধরণের ওষুধ এর পরামর্শ দেওয়া হয় না। কেন না তারা বিশ্বাস করেন একটি সুন্দর পরিবেশ এবং সুন্দর মানুষের সান্নিধ্যেই অনেকটা সুস্থ হওয়া সম্ভব। মানসিক স্বাস্থ্য সচেতনতায় তারা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম এর আয়োজন করে থাকেন। যেমন: আত্মহত্যা দিবস এ সুইসাইডে প্রিভেনশন এর একটি সেমিনারের আয়োজন করা হয়।

মনো চিকিৎসা ব্যয়বহুল

মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ তলায় আছে নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট এবং মনোবিজ্ঞান বিভাগের ৫ম  তলায় ডিপার্টমেন্টে অব এডুকেশন সাইকোলজি এন্ড কাউন্সিলিংয়ে চিকিৎসা বেশ ব্যয়সাপেক্ষ। নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে কর্মরত আছেন ১০জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যার দুজন অনলাইনে এবং ৮ জন স্বশরীরে কাউন্সিলিং সেশন নিয়ে থাকেন। দিনে ছয়টি স্লটে ছয়জন এ সেবা নিয়ে থাকেন। কিন্তু এখানে ভিজিট ৮০০ টাকা করে যা সাধারন শিক্ষার্থীদের জন্য বেশিই। ফলে ওই খরচ বহন করে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করতে আগ্রহী নয়। শিক্ষার্থীদের জন্য কোনো ছাড়ও নেই।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ছেলেদের  আবাসিক হলগুলোতেও একজন করে সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং তা শীঘ্রই কার্যকরী হবে।

যেভাবে পাওয়া যায় কাউন্সিলিং সেবা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথমে নিবন্ধন খাতায় নাম নিবন্ধিত করাতে হয়। এর পরে সর্বোচ্চ তিনদিনের মধ্যে নির্দিষ্ট একটি সময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। নির্ধারিত সময়ে কাউন্সিলর শিক্ষার্থীর সমস্যা শোনেন ও প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। তবে শিক্ষার্থীর অবস্থা খুবই আশঙ্কাজনক হলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়। একজন শিক্ষার্থী পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে একাধিক সেশনে চিকিৎসা সেবা দেওয়া হয়।

সপ্তাহে পাঁচদিন তথা রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০মি. থেকে বিকাল ৪টা পর্যন্ত ০১৭৮৮-৬৮৭১১৪ এই নম্বরে যোগাযোগ করলে তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। দফতরটির Students Councelling & Guidance office, University of Dhaka নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে। সেখানেও কাউন্সিলিং সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি ও ওয়ার্কশপের তথ্য দেওয়া হয়।

Link copied!