ব্রান্ড তৈরিই মূল উদ্দেশ্য শাকির জামানের ‍‍`বাবুমশাই হেরিটেজ‍‍` এর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৩, ১০:২৬ এএম

ব্রান্ড তৈরিই মূল উদ্দেশ্য শাকির জামানের ‍‍`বাবুমশাই হেরিটেজ‍‍` এর

 

ঢাকায় বাবুমশাইদের মতো খাবারের থালি অর্থাৎ কলকাতার খাবারের ছোঁয়া এনে দিতে হাজির হয়েছে ‍‍`বাবুমশাই হেরিটেজ‍‍`। বাবুমশাই হেরিটেজ-এর নেপথ্যের কারিগর শাকির জামান। তার বয়স এখন সবে ২৩-এর কোঠায়। আর এই বয়সেই খুলেছেন বাবুমশাই হেরিটেজ-এর ঝাঁপি। যে ঝাঁপির একদিকে রয়েছে নান্দনিকতার ছোঁয়া, আরেকদিকে ছোটখাটো কলকাতার খাবারের মেলা। যেখানে পা দেওয়া মাত্রই পাওয়া যাবে পুরাতন কোনো নান্দনিক গৃহে প্রবেশের অনুভূতি।

Link copied!