পাসপোর্টমুক্ত ইমিগ্রেশন সুবিধা নিয়ে এসেছে সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ১২:৫৩ এএম

পাসপোর্টমুক্ত ইমিগ্রেশন সুবিধা নিয়ে এসেছে  সিঙ্গাপুর

সংগৃহীত ছবি

যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও মসৃণ করে তুলতে প্রায়ই নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরগুলো। এরকম সুবিধা এবার নিয়ে এল সিঙ্গাপুর।

 আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে পাসপোর্টমুক্ত স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সুবিধা মিলবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। দেশটি ছাড়ার ক্ষেত্রে এ সুবিধা পাবেন যাত্রীরা। পাসপোর্টের পরিবর্তে সেখানে ব্যবহার করা হবে বায়োমেট্রিক ডেটা পদ্ধতি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফিন তেও সম্প্রতি চাঙ্গি বিমানবন্দরে পাসপোর্টমুক্ত স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সুবিধা মিলবে বলে ঘোষণা দিয়েছেন। তবে নতুন এ নীতির জন্য দেশটির অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে।

ইতোমধ্যে চাঙ্গি বিমানবন্দরের কিছু জায়গায় বায়োমেট্রিক ও চেহারা শনাক্তকরণের মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বায়োমেট্রিক ব্যবহারের মাধ্যমে একটি একক টোকেন পাবেন যাত্রীরা। এই একটি টোকেনই সবগুলো চেক পয়েন্টে ব্যবহার করা যাবে। এই টোকেন ব্যাগ ড্রপ থেকে শুরু করে বোর্ডিং পাস সব জায়গায় কাগজের প্রয়োজনীয়তা দূর করবে।

তেও বলেন, ‘এ পদ্ধতিতে যাত্রীরা আরও বেশি সুবিধা পাবেন। তাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে না।

সিএনএন বলছে, এ পদ্ধতির ফলে যাত্রীরা আঙুলের স্পর্শেই তাদের ব্যাগ সংগ্রহ, ইমিগ্রেশনের ছাড়পত্র ও বোর্ডিং পাসের সুবিধা পাবেন। তবে সিঙ্গাপুরের বাইরে অনেক দেশেই সরাসরি পাসপোর্ট ব্যবহারের নীতি রয়েছে। ফলে সিঙ্গাপুর থেকে সেসব দেশে যেতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের অবশ্যই সঙ্গে পাসপোর্ট রাখতে হবে।

চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরের একটি। এখান থেকে শতাধিক দেশের ৪শ’র মতো শহর ও অঞ্চলে বিমান চলাচল করে।

 

 

 


 

Link copied!