ডেঙ্গু পরিস্থিতি

ডেঙ্গুতে প্রাণহানি বেড়েছে ২৫ ‍গুণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৩, ১২:৪৭ এএম

ডেঙ্গুতে প্রাণহানি বেড়েছে ২৫ ‍গুণ

ফাইল ছবি

চলতি বছর জুলাই পর্যন্ত ২০২২ সালের চেয়ে ডেঙ্গু রোগে ২৫ গুণ বেশি প্রাণহানি হয়েছে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ১৯ গুণ।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১০ জন মারা গিয়েছিলেন। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫১ জন। যা গত বছরের তুলনায় প্রায় ২৫ গুণ।

সোমবার (৩১ জুলাই) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৩৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে পাঁচ হাজার ১১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ছিল সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

গতবছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দুই হাজার ৬৬০ ব্যক্তি। এদিকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৫১ হাজার ৮৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ গতবছরের তুলনায় চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১৯ গুণেরও বেশি।

Link copied!