হাড় কাঁপানো শীতে শিশুর যত্ন নেবেন যেভাবে; জেনে নিন চিকিৎসকের পরামর্শ

সাদিয়া ইসলাম সুপ্তি

জানুয়ারি ১৭, ২০২৪, ০৫:৩৮ পিএম

হাড় কাঁপানো শীতে শিশুর যত্ন নেবেন যেভাবে; জেনে নিন চিকিৎসকের পরামর্শ

সংগৃহীত ছবি

এই সপ্তাহের শুরু থেকে তীব্র শীতের কারণে প্রাপ্তবয়স্ক মানুষের ভোগান্তির পাশাপাশি শিশুদের মধ্যেও নানা রোগবালাই দেখা দিচ্ছে। এই বিষয়টিকে মাথায় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট সার্জন ডা. মো. নজরুল ইসলাম আকাশের কাছে  শিশুদের শীতজনিত কারণে রোগবালাইয়ের বিষয়ে জানতে চাওয়া হয়।

শীতের এই সময় শিশুদের সাধারণত কী কী  রোগ হয়?

- শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে আক্রমণ হয়ে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ-এর পাশাপাশি নিউমোনিয়া, ডেঙ্গু, চুলকানি, র‌্যাশ এমনকি কোভিডও দেখা যায়।

কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে একটি শিশু শীতজনিত অসুখে ভুগছে?

- অস্বাভাবিক আচরণ, যেমন- শরীর কাঁপন, অস্বাভাবিক কান্নাকাটি, খাওয়া দাওয়া না করা, এর পাশাপাশি শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং ঠান্ডার কারণে নাক থেকে পানি পড়া ইত্যাদি।

এই ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা দেওয়া হয়?

- এই ধরনের চিকিৎসার জন্য আমরা সাহায্য-সহযোগিতা করে থাকি। তবে এর জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নাই। একটা সময় পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয় এই সময়টা চলে গেলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত ২-৪ সপ্তাহ সময় লাগে। এই সময় যেন সেকেন্ডারি ভাইরাস আক্রান্ত না হয়, ওই জন্য আমরা সেই মুহূর্তকে বিবেচনা করে ওষুধ দিয়ে থাকি। পাশাপাশি প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি।

শীতে গোসলের কারণে কি শিশুর শরীরে ওপর কোনো প্রভাব পড়ে?

- শীতে শিশুদের গোসলের বিষয়ে তেমন কোনো বাধ্যবাধকতা নেই তবে গোসল ২/১ পর পর করানো যেতে পারে। সেই ক্ষেত্রে ঠান্ডা না লাগার বিষয়ে যত্নশীল হতে হবে।

শীতের এই সময়ে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও যত্ন নিতে আপনার পরামর্শ কী?

- শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। একটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় রাতে ঘুমানোর আগে ঠান্ডা লাগার কারণে গরম কাপড়চোপড় পরে ঘুমালে গা ঘামে ঠান্ডা লাগতে পারে।

গত ৩/৪ দিনে হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশু রোগীর পরিমাণ কি আগে থেকে বৃদ্ধি পেয়েছে?

- আসলে শীত বাড়ার জন্য তেমন রোগী বৃদ্ধি পায়নি। শুধুমাত্র এক শ্রেণির মানুষই আক্রান্ত হচ্ছে।

শীতে সুস্থ থাকার জন্য সাবধানতার কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রে শিশুদের শীতজনিত কারণে রোগ আক্রান্ত হওয়া থেকে মুক্ত রাখতে অবশ্যই বাবা মা এবং সহকারীকে গুরুত্বের সাথে তত্ত্বাবধান করতে হবে।

Link copied!