৭০০ ছাড়িয়ে গেল ডেঙ্গুতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:২০ এএম

৭০০ ছাড়িয়ে গেল ডেঙ্গুতে মৃত্যু

দেশে বিভীষিকা ছড়াচ্ছে ডেঙ্গু। গত দুই দশকে সবচেয়ে ভীতিকর পরিস্থিতি চলছে এখন।

দেশে বিভীষিকা ছড়াচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৭৬ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন কমপক্ষে আরও ১৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭০৬ জন মারা গেলেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
প্রসঙ্গত, দেশে প্রথম ডেঙ্গু সনাক্ত হয় ২০০০ সালের দিকে। এরপর ডেঙ্গুর প্রবণতা বেড়েই চলেছে।

Link copied!