৩ দিনে ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৪:২৯ এএম

৩ দিনে ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করলো ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক শুক্র ও শনিবার মশক নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মেয়র আতিকুল ইসলাম। গত ৩ দিনে রাজধানীর ডিএনসিসি এলাকার ৬৪০ টি শিক্ষা  প্রতিষ্ঠান পরিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।

শনিবার( ১১ সেপ্টেম্বর) রাজধানীর  মিরপুরের পীরেরবাগ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত ৩দিনে ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম বন্ধ হচ্ছে না, সামনেও এটি চলমান থাকবে।

তিনি বলেন, ‘‘ যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের বাইরে থেকে থাকে তাহলে "সবার ঢাকা" মোবাইল অ্যাপস, হটলাইন নম্বর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অবহিত করা হলে ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়া হবে।’’

ডিএনসিসি মেয়র বলেন, শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সঠিক তথ্যাদি ডিএনসিসিকে সরবরাহ করা হলে দ্রুততম সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে ২০০ মিটার পর্যন্ত ফগিংসহ লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করা হবে।

আতিকুল ইসলামের নির্দেশনা ও স্থানীয়দের সহায়তায় পীরেরবাগে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণাধীন ভবনের অংশবিশেষ, বিভিন্ন ভবনের সিঁড়ি এবং নির্মাণসামগ্রী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উচ্ছেদ করা হয়।

 

Link copied!