অভিশংসন: নতুন আইনজীবী নিয়োগ করলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২১, ০১:১৪ পিএম

অভিশংসন: নতুন আইনজীবী নিয়োগ করলেন ট্রাম্প

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতাকে কেন্দ্র করে আসছে সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়টি সিনেটে উঠছে। ইতোমধ্যেই তার প্রধান ৫জন আইনজীবী টিম থেকে সরে দাঁড়িয়েছেন, ফলে নতুন আইনজীবী দল গঠন করেছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনএন ও গার্ডিয়ান এর খবরে বলা হয় 

ট্রাম্পের নিয়োগকৃত নতুন দুই আইনজীবী হচ্ছেন ডেভিড স্কোহেন ও রুড এল কাস্টোর। তবে তারা কেউ বিতর্কমুক্ত নয়। স্কোহেন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রুশ সম্পৃক্ততা নিয়ে ২০১৯ সালে কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার অভিযুক্ত হওয়া রজার স্টোনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া এই আইনজীবী যৌন নিপীড়নে অভিযুক্ত জেফরি এপস্টেইনের প্রতিনিধিত্ব করেছেন। 

অন্যদিকে, কাস্টোরের বিরুদ্ধেও যৌন নিপীড়কদের প্রতিনিধিত্ব করার অভিযোগ রয়েছে বলে গার্ডিয়ানের খবরে বলা হয়।আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে বিচার শুরু হওয়ার কথা। এছাড়া স্থানীয় সময় আসছে বৃহস্পতিবার সিনেটে ট্রাম্পের আইনজীবী দলের প্রতিবেদন জমা দেয়ার শেষ সময় হওয়ায় তার আইনজীবী দলের হাতে এখন সময় খুবই কম। তবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেছেন, ‘ট্রাম্পের আইনজীবী দলের পদত্যাগ প্রভাব ফেলবে না। কারণ রিপাবলিকার সিনেটররা ইতোমধ্যেই তাকে দায়মুক্তি দেয়ার সিদ্ধান্ত দিয়ে রেখেছেন।’

সূত্র : সিএনএন, গার্ডিয়ান

Link copied!