আলজাজিরার সাংবাদিক হত্যার তদন্ত করছে ইসরায়েল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২২, ০৬:৩৭ পিএম

আলজাজিরার সাংবাদিক হত্যার তদন্ত করছে ইসরায়েল

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার তদন্ত করছে ইসরায়েলি সামরিক বাহিনী। জেনিন শহরে ইসরায়েলি সেনা বাহিনীর অভিযানের খবর কভার করার সময় একটি গুলিতে মারা যান শিরিন আবু আকলেহ। এ ঘটনার তদন্তভার নিয়েছে ইসরায়েল।

ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে ইসরায়েলি সেনা সূত্র জানিয়েছে, আবু আকলেহ হত্যার তদন্ত চালাচ্ছে তারা।

সংবাদ সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক শিরিন যখন গুলিবিদ্ধ হন তখন ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। শিরিনকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে।

এদিকে, ইসরায়েল সরকার এই ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করছে। ভিডিওতে তারা দেখানোর চেষ্টা করছে, আবু আকলেহ গুলিবিদ্ধ হওয়ার সময় আশেপাশে ইসরায়েলি সৈন্যকে প্রত্যক্ষ করা যাচ্ছে না।

বুধবার (১১ মে) জেনিন শহরে ইসরাইয়েলি সেনা বাহিনীর অভিযানের খবর কভার করার সময় একটি গুলিতে আহত হয়েছিলেন শিরিন আবু আকলেহ। পরে গুরুতর অবস্থায় শিরিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলজাজিরার নিদা ইব্রাহিম বলেন, কোন পরিস্থিতে তার মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। তবে ঘটনার ভিডিওগুলোতে দেখা যায় শিরিনকে মাথায় গুলি করা হয়েছিল।

Link copied!