এপ্রিল ১৫, ২০২২, ১০:৪৭ এএম
ইউক্রেনের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত রুশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘দ্য মস্কভা’ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ওই উড়োজাহাজটি ক্ষেপনাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের দাবির পর রাশিয়াও জাহাজটিতে আগুণের কথা স্বীকার করে। ইউক্রেন হামলা বললেও মস্কো বলেছে, ঠিক হামলা নয়, জাহাজটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আশপাশের এলাকা থেকে সরে আসার পর পূর্বাঞ্চলীয় ডোনবাসে যখন হামলা জোরদার করেছে রুশরা, তখন রাশিয়ার রাজধানী মস্কোর নামে নামকরণ করা ওই রুশ নৌ-জাহাজে এ হামলাকে রুশ প্রতিরক্ষার জন্য হুমকি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘‘ইউক্রেনিয়ান নাগরিকদের গর্ব করা উচিত, কারণ রুশ বাহিনী আমাদের ৫ দিন সময় দিয়েছিলো, তবে ৫০ দিনের অব্যাহত হামলার পরও আমরা বেঁচে আছি।”
রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বন্দরে নঙ্গর করা অবস্থায় সমুদ্রে প্রবল ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবতে পারে। এর আগে রাশিয়া বলেছিলে, আগুন লাগার কারণে জাহাজটি থেকে ৫শ নাবিককের জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ১৬টি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র বহনের সক্ষমতা ছিলো মস্কভার।