ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৪:৪৫ পিএম
রাশিয়াকে ঠেকাতে সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা দিচ্ছে আব্রামস এবং জার্মান লেপার্ড টুসহ বিভিন্ন অত্যাধুনিক ট্যাংক। এসব ট্যাংক প্রথম ধ্বংস বা আটক করা যে কোনো রুশ সেনাকে ৫০ লাখ রুবল দেওয়ার ঘোষণা দিয়েছে একটি রুশ কোম্পানি। পুরস্কারের ওই অর্থমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা।
পুরস্কারের এই ঘোষণাটি দিয়েছে রুশ কোম্পানি ফোরেস। চলতি সপ্তাহে কোম্পানিটি এই পুরস্কারের ঘোষণা দেয়। কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভ বলেছেন, ইউক্রেনে পাঠানো যে কোনো ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ জোগাবে।
রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারি ট্যাংক দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এরমধ্যে কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে কানাডা। কিয়েভকে অত্যাধুনিক চারটি ‘লেপার্ড-২’ ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ।