ইরানের সঙ্গে সমঝোতায় ইচ্ছুক যুক্তরাষ্ট্র!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৩:৪০ পিএম

ইরানের সঙ্গে সমঝোতায় ইচ্ছুক যুক্তরাষ্ট্র!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক ঘোষণায় বলেছেন, ২০১৫ সালের পরমাণুচুক্তি স্বাক্ষরকারী দেশগুলোকে নিয়ে ইরানের সঙ্গে আবার সমঝোতা আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে। পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রায় তিন বছর পর বাইডেন পুনঃ আলোচনার এ ঘোষণা দিলেন।

শুক্রবার বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ওয়াশিংটন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া এক বক্তৃতায় বাইডেন তার প্রশাসনের এ প্রস্তুতির কথা জানান। বাইডেন আরও জানান, ইরান নিয়ে পি৫+১ গ্রুপের সঙ্গে আবার আলোচনায় বসতেও তার প্রশাসন প্রস্তুত রয়েছে।

পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ সংক্রান্ত আলোচনায় যোগ দেয়ার প্রস্তুতি ঘোষণা করলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো দিক-নির্দেশনা বা রোড-ম্যাপ তুলে ধরেননি জো বাইডেন।

সম্প্রতি বাইডেন তার নির্বাচনি প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ইরানকে আগে পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার আহ্বান জানান। এদিকে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দ্রুততম সময়ের মধ্যে তার দেশ পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসবে।

তথ্যসূত্র: আলজাজিরা

Link copied!