এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৩, ০৫:২৩ পিএম

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের ইশিকাওয়া প্রিফেকচার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া বেশ কিছু ভবন ধসে পড়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ মে) জাপান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির সৃষ্টি হবে না। তবে ইশিকাওয়া প্রিফেকচারের আশপাশের সমুদ্র পৃষ্ঠের ঢেউয়ের উচ্চতা ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।  

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের তীরবর্তী নোটো উপদ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারের দক্ষিণ প্রান্ত। যা জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।

ইশিকাওয়া প্রিফেকচারের অবস্থিত সুজু শহরের পুলিশ জানিয়েছে, শহরটির ভূমিকম্পের উপকেন্দ্রের খুব কাছে অবস্থিত। ফলে শহরটিতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ আরও জানিয়েছে, শহরটিকে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

এর আগে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে গত ২৮ মার্চ সন্ধ্যায়। সে সময় দেশটির আওমোরি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

Link copied!