জম্মু ও কাশ্মীরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
কাশ্মীর পুলিশ জানায়, কুলগাম ও অনন্তনাগ জেলায় পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। কথিত এই বন্দুকযুদ্ধে নিহত ছয়জনকে ‘সন্ত্রাসী’ বলছে পুলিশ।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিজয় কুমার বলেন, নিহত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশে মুহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
কাশ্মীর পুলিশের টুইটে বলা হয়, নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।