কাশ্মীরে সংঘর্ষ বন্ধে একমত ভারত-পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৫:২৩ পিএম

কাশ্মীরে সংঘর্ষ বন্ধে একমত ভারত-পাকিস্তান

কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বন্ধের বিষয়ে একমত হয়েছে প্রতিপক্ষ দুই দেশ ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর অপারেশনাল প্রধানদের মধ্যে হওয়া এক দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।দুইদেশের পক্ষ থেকেই জানানো হয়, ভারত-পাকিস্তানের মধ্যে যাবতীয় মৈত্রীচুক্তি, সমঝোতা মেনেই চলবে দুই দেশের সেনাবাহিনী।

এই মর্মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশের শান্তি রক্ষার স্বার্থে এবং হিংসাকে প্রতিহত করতেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত ২০০৩ সালে সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি কার্যকরে একমত হয়েছিল দুই দেশই। খাতায় কলমে এই নিয়ম এখনও বহাল। কিন্তু, অধিকাংশ সময় এই চুক্তি ভঙ্গের অভিযোগ ওঠে। বর্তমানে সীমান্ত সমস্যার সমাধানে এই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছিল বিশেষজ্ঞ মহল।

ভারতের কেন্দ্রীয় সরকারের হিসাব মতে, গতবছর সীমান্তে ৫,১৩৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, প্রাণ হারিয়েছিলেন ৪৬ জন ভারতীয়।

জন্মলগ্ন থেকেই দ্বিধাবিভক্ত দুইটি দেশের মধ্যে বারবার সম্পর্কের অবনতি হয়েছে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। সীমান্ত ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে  দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সূত্র: আলজাজিরা

 

 

 

Link copied!