কিয়েভ ছেড়ে গেছে রুশ সেনারা, রেখে গেছে বিধংসী মাইন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ১২:২৩ এএম

কিয়েভ ছেড়ে গেছে রুশ সেনারা, রেখে গেছে বিধংসী মাইন

রুশ সেনারা ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরে গেছে। তবে যাওয়ার সময় শহরটিতে অসংখ্য ধ্বংসাত্মক স্থলমাইন রেখে গেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেন সরকারের বরাত দিয়ে শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনাবাহিনী কিয়েভ থেকে সরে যাওয়ার সময় শহরটিকে অনিরাপদ করে রেখে গেছে। বেসামরিক জনগণের সর্বনাশ করার জন্য তারা বিভিন্ন বাড়ি-ঘরের সামনে বিধ্বংসী মাইন পেঁতে রেখে গেছে। বিভিন্ন পরিত্যক্ত সরঞ্জাম ও মৃত লাশের সারি রেখে গেছে তারা। শহরটি এখন বাসিন্দাদের অনিরাপদ।

Russia's Planting of Land Mines Shows They Don't Plan Another Big Attempt  on Kyiv

এদিকে ইউক্রেন ও তার পশ্চিমা বন্ধুরাষ্ট্রগুলো জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রাশিয়া তাদের সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে। রুশ সেনারা এখন পশ্চিম ইউক্রেনে তাদের সেনাবাহিনীর শক্তি বাড়াচ্ছে।

এখন রুশ সেনাদের সরিয়ে নেওয়া হলেও ইউক্রেনে যুদ্ধ শেষ হবে মনে করেন না বিশেষজ্ঞরা। এছাড়া ইউক্রেন থেকে পালানো ৪০ লাখ শরণার্থীরাও দ্রুত দেশটিতে ফিরে আসছেন না বলে ধারণা করা হচ্ছে।

Link copied!