দুই দিনের সফরে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৯:০০ পিএম

দুই দিনের সফরে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ভারতে দুই দিনের সফরে এসেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুই দিনের সফরে গুজরাটের আহমেদাবাদে অবতরণ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২২ এপ্রিল) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তাদের আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই সফরে রাশিয়ার তেল ও প্রতিরক্ষা সামগ্রীর ওপর থেকে নির্ভরতা কমাতে ভারতকে সহায়তার প্রস্তাব  দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ছাড়া মোদির সঙ্গে বৈঠকে নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করবেন তিনি। এর আগে গত মাসে ভারত সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। প্রায় একই সময় নয়াদিল্লি সফর করছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর ভারতকে এর বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানায় পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়ার অস্ত্র এবং জ্বালানির বড় ক্রেতা ভারত জাতিসংঘে রুশবিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত থাকে। মস্কোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেনি নয়াদিল্লি। তবে ইউক্রেনে বেসামরিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মোদি। 

চলতি শতকের শুরুতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বাণিজ্য সহযোগী ছিল যুক্তরাজ্য। তবে গত বছর তারা ১৭তম স্থানে নেমে গেছে বলে ভারত সরকারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে। এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাত।

Link copied!