নতুন অবরোধ আরোপে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক খারাপ হবে: পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ১০:০৬ এএম

নতুন অবরোধ আরোপে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক খারাপ হবে: পুতিন

ইউক্রেনের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে দুই দেশের সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যেতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপকালে এবিষয়ে সতর্ক করেনে।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনা সমাবেশকে নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রায় এক ঘণ্টা ধরে জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে খোলামেলা আলোচনা হয়েছে।

ইউক্রেনকে নিয়ে সংকট সম্প্রতি আরও গভীর হয়েছে। কারণ, ক্রেমিলন নিরাপত্তার বাড়তি নিশ্চয়তা চাইছে এবং নিজেদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য পরীক্ষামূলকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরও পড়ুন: উত্তেজনা হ্রাসে টেলিফোনে কথা বলবেন বাইডেন-পুতিন

ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকফ বলেছেন, পরিস্থিতির অবনতি ঘটলে কিংবা ইউক্রেনের ওপর আক্রমণ চালালে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির কথা গতকালের ফোনালাপে জো বাইডেন আবারও নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ইউরি উশাকফ বলেন, ‘‌এটি হবে বড় ধরনের ভুল, যার পরিণতি হবে মারাত্মক।’

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, বৃহষ্পতিবারের ফোনালাপ শুরু হয় ওয়াশিংটন সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে এবং শেষ হয় ৫০ মিনিট পরে মস্কোর সময় মধ্যরাতের পর। দুই নেতার মধ্যে এ মাসে এটি ছিল দ্বিতীয় ফোনালাপ।

Link copied!