ভারতে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার ভেটুরিয়া এলাকায় শুভেন্দুর গাড়ি আটকে ঝাঁটা-জুতা হাতে বিক্ষোভ দেখান নারীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় বিজেপি প্রতিদ্বন্দ্বী দল তৃণমূলকে দায়ী করলেও তৃণমূলের দাবি, শুভেন্দুর বিরুদ্ধে ক্ষুব্ধ নন্দীগ্রাম।
বুধবার দুপুরে এক সভা শেষে শুভেন্দু তার গাড়িবহর নিয়ে হাজির হন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ির ভেটুরিয়া গ্রামে। সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি। ফেরার পথেই ঘটনার সূত্রপাত ঘটে। নারীরা যখন শুভেন্দুর গাড়িবহরের সামনে বিক্ষোভ দেখান, পুরুষরাও তখন দূর থেকে শুভেন্দুবিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর বিজেপি নেতা প্রলয় পাল আনন্দবাজারকে বলেন, ‘ওই এলাকায় এক কর্মীর বাড়িতে পুজার অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু। তিনি ফিরে যাওয়ার সময় হঠাৎ একদল নারী নিয়ে এসে বিক্ষোভ দেখায় তৃণমূল। অতর্কিত শুভেন্দুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে তারা। শুভেন্দুর হাত ধরে নন্দীগ্রামে এসেছিলেন মমতা। একসময় সিপিএম চেষ্টা করেছিল শুভেন্দুকে আটকাতে, এখন তৃণমূল চেষ্টা করছে। এভাবে শুভেন্দুকে কেউ আটকাতে পারবে না’
এদিকে নন্দীগ্রাম ব্লকের সভাপতি স্বদেশ দাস বলছেন, ‘এটা শুভেন্দু অধিকারীর প্রাপ্য ছিল। উনি নিজেকে ত্যাগী বলে দাবি করেন। আসলে উনি ভোগী। যে নন্দীগ্রাম আন্দোলনে বহু মানুষের প্রাণ গিয়েছিল, সেই আন্দোলনে যুক্ত মানুষদের বিরুদ্ধে মামলাগুলিকে পুনরায় তুলে এনে উনি বুঝিয়ে দিলেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই উনি নন্দীগ্রামে এসেছিলেন। এই মুহূর্তে গোটা নন্দীগ্রাম ওর বিরুদ্ধে ফুঁসছে। এর পর থেকে শুভেন্দুকে নন্দীগ্রামের কোণায় কোণায় এমন বিক্ষোভের মুখে পড়তে হবে।’
সূত্র: আনন্দবাজার।